চোরাবালির সঙ্গে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে প্রাণীটি। এক পর্যায়ে উপস্থিত লোকজন দমকল বিভাগে খবর দেন।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর কুমারপাড়া পদ্মানদীর চরে এ ঘটনা ঘটে। গাভীটির মালিক কুমারপাড়ার রঞ্জিত ঘোষ।
স্থানীয়রা জানান, নতুন চর জেগে ওঠার পরে অনেক জায়গায় চোরাবালি রয়ে গেছে। দুপুরে চরে ঘোরাফেরা করার এক পর্যায়ে গাভীটি চোরাবালিতে আটকে যায়। এ সময় গাভীটির পেট পর্যন্ত চোরাবালিতে ডুবে যায়। উপস্থিত লোকজন চেষ্টা করেন গাভীটিকে উদ্ধার করার কিন্তু শেষে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেন।
রাজশাহী সদর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, চোরাবালি খুব বিপজ্জনক বিষয়। সময়মতো উদ্ধার করা না গেলে পশুটির প্রাণহাণি হতো। দমকল বাহিনীর কর্মীদের কাছে প্রতিটি প্রাণের মূল্য আছে, তা সে মানুষই হোক কিংবা অন্য কোনো প্রাণী।
গাভীটি উদ্ধার করতে পেরে দমকল বাহিনীর সদস্যরা অত্যন্ত খুশি বলেও জানান স্টেশন অফিসার ফরহাদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসএস/এমজেএফ