বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বাসায় যাওয়ার আগেও উপাচার্য তার (ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় উপাচার্য তাকে বলেন, ‘আপনার চিকিৎসা-সেবার বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সব সময় পাশে রয়েছে।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ ডিসেম্বর শিল্পীর জন্য ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর আগে ১০ ডিসেম্বর অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত তাঁর বাম পায়ের গোড়ালির সমস্যার কারণে অস্ত্রোপচার করেন। পরবর্তী সময়ে তিনি বেশ অসুস্থ বোধ করলে তাঁকে আইসিইউতে নেয়া হয়। এরপর ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের উন্নতি হলে গত ১৮ ডিসেম্বর সোমবার তাকে কেবিনে নিয়ে আসা হয়। আজ বুধবার তাঁকে রিলিজ দেয়া হয়।
ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী গত ২৩ নভেম্বর হেপাটোলজি (লিভার) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল-এর অধীনে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ছাড়াও লিভার, কিডনি, ইউরিন ও থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যাসহ নানা সমস্যায় ভুগছেন। এছাড়াও তাঁর বাম পায়ের গোড়ালিতে সমস্যা থাকায় অস্ত্রোপচারও করতে হয়।
হাসপাতালে ভর্তি থাকার সময়টাতে ফেরদৌসী প্রিয়ভাষিণীর স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ-সেবা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সজলকৃষ্ণ ব্যানার্জী, অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত, অ্যানেসথেশিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক, কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ শহিদুল ইসলাম সেলিম, অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল হাসনাত, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, অ্যানেসথেশিওলজি বিভাগের অধ্যাপক ডা. ইকবাল হোসেন চৌধুরী ও লিভার বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল প্রমুখ। বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এমএন/জেএম