বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে শহরের ট্রফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ খেলাঘর আসর শাখার সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমদ, সিনিয়র সাংবাদিক পংকজ দে, সনাক সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, কৃষক নেতা আব্দুল কাইয়ুম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, স্কুলছাত্রী মুন্নীর হত্যাকারী ইয়াহিয়াকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
১৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে দিরাই পৌর শহরের মাদানী মহল্লায় ঘরে ঢুকে স্কুলছাত্রী সুমাইয়া আক্তার মুন্নীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তার প্রেমিক ইয়াহিয়া। এ ঘটনায় মুন্নীর মা রাহেলা বেগম বাদী হয়ে ইয়াহিয়া ও তার বন্ধু তানভীর আহমদ চৌধুরীকে আসামি করে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ পরিপ্রেক্ষিতে তানভীরকে গ্রেফতার করা হয়। কিন্তু ইয়াহিয়া এখনও পলাতক রয়েছেন।
বাংলাদেম সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ