নারায়ণগঞ্জে কোনো উন্মুক্ত স্থানে তারকাদের মিলনমেলা এরআগে কখনোই হয়নি। তারকাদের একনজর দেখতে সেখানে উপচেড়া ভিড় হয়েছিলো।
বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্বরঙয়ের কর্নধার বিপ্লব সাহার আমন্ত্রণে হাজির হয়েছিলেন জনপ্রিয় তারকা অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, অভিনেত্রী তানভীন সুইটি, অভিনেত্রী নাদিয়া আহমেদ, অভিনেত্রী মৌটুসী বিশ্বাস, অভিনেত্রী নওসাবা আহম্মেদ, অভিনেত্রী রিমি করিম, কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনা, কন্ঠশিল্পী স্বপ্নিল সজিব, হেয়ার এক্সপার্ট কাজি কামরুল ইসলাম।
এ সময় তারা বেলুন ও বিশ্বরঙয়ের পতাকা এবং কেক কেটে ২৩ তম জন্মদিন পালন করেন।
এছাড়া দু'দিন ব্যাপী অনুষ্ঠানে ছিলো ইচ্ছে পূরণ নামের ভিন্ন ধরনের একটি প্রোগ্রাম। যেখানে রেজিস্ট্রেশন করা তরুণ-তরুণীদের একদিনের জন্য বিশ্বরঙয়ের মডেল হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। দু'দিন ব্যাপী অনুষ্ঠানে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রঙ থেকে বিশ্বরঙ হয়ে ওঠার গল্প শোনালেন বিশ্বরঙ'র কর্নধার বিপ্লব সাহা।
তিনি বলেন, ১৯৯৪ সালের নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকেই রঙের যাত্রা। যখন তিনি রঙ প্রতিষ্ঠার ইচ্ছে করেন তখন একটি শো-রুম নেওয়ার জন্যও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। তখন নারায়ণগঞ্জে কোনো ব্র্যান্ডের দোকানও ছিলোনা। কিন্তু হাঁটি হাঁটি পা পা করে নারায়ণগঞ্জবাসীর ভালবাসায় রঙ এখন বিশ্বরঙে পরিণত হয়েছে।
শুধু নারায়ণগঞ্জ ঢাকাতেই নয় সিলেট, সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিশ্বরঙের শো-রুম রয়েছে। দেশের গণ্ডি পেরুনোয় ২০১৫ সালে আমরা রঙ থেকে বিশ্বরঙ নামে রূপান্তরিত হয়েছি। আমি চাই বিশ্বরঙ'র মতো নারায়ণগঞ্জ থেকে আরো অনেক ব্র্যান্ড উদ্যোক্তার সৃষ্টি হোক। তবে এজন্য আমাদের ইচ্ছে থাকতে হবে।
শুভেচ্ছা বক্তব্যে বিজরী বরকতউল্লাহ বলেন, নারায়ণগঞ্জ থেকে ২৩ বছর আগে রঙ পরিচয়ে জন্ম নেওয়া শিশুটি আজ যুবকে পরিণত হয়েছে। নিজের স্বত্ত্বাকে প্রকাশ করে বিশ্বরঙ নাম নিয়েছে।
সাদিয়া ইসলাম মৌ বলেন, নারায়ণগঞ্জ আমার স্মৃতির শহর। এ শহরের চাষাঢ়ায় আমার নানুবাড়ি। তাই রঙ প্রতিষ্ঠার দু’বছরের মাথায় যখন আমাকে একটি অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয় তখন নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও আমি এসেছিলাম। সে থেকে রঙকে আমার নিজের সন্তানের মতোই মনে হয় যা বর্তমানে বিশ্বরঙ এ পরিণত হয়েছে।
শুভেচ্ছা বক্তব্যে তারকারা দেশি ব্র্যান্ডের পোশাক ক্রয়ের জন্য আহ্বান জানান ও বিশ্বরঙ'র অগ্রযাত্রা সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক এ আশাব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এএটি