বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শমশেরনগর বাজারে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স সংলগ্ন ‘শাহী ফুড প্রডাক্টস’-এ অভিযান চালিয় এ অর্থদণ্ড করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহমুদুল হক। এসময় ভেজাল ঘি ও লক্ষাধিক টাকার ঘি তৈরির উপাদান ধ্বংস করা হয়।
ইউএনও মোহাম্মদ মাহমুদুল হক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ‘শাহী ফুড প্রোডাক্টস’-এর মালিক ইলিয়াস লাইসেন্স ছাড়া ভেজাল ঘি তৈরি করছেন। তাই অভিযান চালিয়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় লক্ষাধিক টাকার ভেজাল ঘি ও ঘি তৈরীর উপাদান জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
টিএ