বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এ ধর্মসভার আয়োজন করে উপজেলার চেরেঙ্গা শ্রীমভক্তি সরস্বতী গৌড়ীয় আশ্রম।
আশ্রমের সভাপতি শ্রীপাদ জগদীশ চন্দ্র রায় পণ্ডিতের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন বিশ্বব্যাপী গৌড়ীয় বাণীর প্রচারক ভারতের কোলকাতা গৌড়ীয় মিশনের সেবা সচিব ত্রিদণ্ডি স্বামী শ্রীভক্তি সুন্দর সন্যাসী মহারাজ।
সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দীপেন্দ্র নাথ সরকার, সাধারণ সম্পাদক অনিল রায়, ইউপি চেয়ারম্যান প্রাণজিৎ রায় পলাশ, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদেক, কমিশনার রনজিৎ রায়সহ জেলার সনাতন হিন্দু ধর্মাবলম্বী নেতারা।
আরো উপস্থিত ছিলেন চেরেঙ্গা শ্রীমভক্তি সরস্বতী গৌড়ীয় আশ্রমের সাধারণ সম্পাদক খাদুর চন্দ্র রায়, উপ-কমিটির আহবায়ক মানিক চন্দ্র রায়, সদস্য সচিব মৃণাল চন্দ্র রায়, উমেশ, তাপস ও সঞ্জয়, শিমুল ও শিপেন চন্দ্র সেন প্রমুখ।
ধর্মসভা সঞ্চালনা করেন প্রভাষক অবিনাশ রায়। সভায় হাজার হাজার ভক্ত উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এএসআর