ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেন থেকে মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
রাজশাহীতে ট্রেন থেকে মরদেহ উদ্ধার মরদেহ। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে আন্তঃনগর ট্রেন ‘ধূমকেতু এক্সপ্রেস’ থেকে অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এসে থামলে মরদেহটি সবার নজরে আসে। রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রাজশাহী রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ময়দান আলী বাংলানিউজকে জানান, ট্রেনের ‘ঘ’ এবং ‘ঙ’ বগির বাইরের মাঝামাঝি স্থানের করিডরে মরদেহটি পড়ে ছিলো। মরদেহটির সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়েছে।

ময়দান আরও আলী জানান, মরদেহের নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল। তার পরনে ছিলো শার্ট ও লুঙ্গি। কীভাবে তার মৃত্যু হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি বলা যাবে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।