ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে নৌ চলাচল বন্ধ রয়েছে দেশের অন্যতম নৌরুট মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়ায়।

নৌ দুর্ঘটনা এড়াতে বুধবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ১টা থেকে এ রুটে সব ফেরি চলাচল বন্ধ রাখা হয়।  

এসময় কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি রামশ্রী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও এনায়েতপুরী যাত্রীবাহী নৈশকোচ নিয়ে মাঝ পদ্মায় আটকে পড়ে।

কুয়াশায় দিক নির্ণয় করতে না পারায় মধ্য রাত থেকে এসব ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে।

এছাড়াও কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন লোড করে আছে ২টি ফ্ল্যাট ফেরি, রায়পুরা, ক্যামেলিয়াসহ পাঁচটি ফেরি।  

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের টার্মিনাল পরিদর্শক মো. রবিন এ তথ্য জানিয়েছেন।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, রাত ১টার দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে পদ্মায় ফেরি চলাচল দুরূহ হয়ে পড়ে। স্বল্প দূরুত্বেও কুয়াশার কারণে দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এদিকে কাঁঠালবাড়ী ঘাটে রাত থেকেই আটকে আছে প্রায় অর্ধশত নৈশকোচ, ব্যক্তিগত পরিবহন ও অসংখ্য পণ্যবাহী ট্রাক। তীব্র শীত ও কুয়াশায় ঘাট এলাকায় আটকে থেকে নৈশ পরিবহনের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, কুয়াশার কারণে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘাটে লোড করে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে ৫টি ফেরি।

বাংলাদেশ সময়: ০৭২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।