ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

মাদারীপুর: প্রায় আট ঘণ্টা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে  ফেরি চলাচল শুরু হয়। এ সময় মাঝ পদ্মায় আটকে থাকা ফেরিগুলো নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

ঘাটে লোড করা ফেরিগুলোও ঘাট থেকে ছেড়ে যায়।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র বাংলানিউজকে এ তথ্য জানান।

এদিকে ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাটে আটকে থাকা পরিবহনের বেশ চাপ সৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টার দিকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এএটি

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।