বুধবার (২০ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে লোহার গ্রিল দিয়ে চারপাশ বেষ্টিত পার্কটির কয়েক জায়গার গ্রিল ভাঙা দেখা গেছে। একপাশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অত্যাধুনিক পাবলিক টয়লেট থাকলেও দক্ষিণ সীমানা প্রাচীরঘেঁষে বিভিন্ন স্থানে মূত্রত্যাগ করছেন অনেকে।
পার্কের দক্ষিণ পাশে পলিথিন টাঙিয়ে অস্থায়ীভাবে বসবাস করছেন মধ্যবয়সী হারিজ মিয়া। ঠেলাগাড়ি চালক হারিজ বাংলানিউজকে জানান, যখন যা পান তাই করেন। তিন সন্তান ও স্ত্রী নিয়ে এখানে বসবাস করছেন তিনি। মাঝে-মধ্যে পুলিশ এসে উঠিয়ে দিলেও আবার এখানেই বসত গড়েন তারা।
‘আমাগ আর যাওয়ার জায়গা কই? যা কামাই করি, তাই খাই। বউ-পোলাপান লইয়া কোনো জায়গায় থাকন তো লাগবো’- বলেন তিনি। ফার্মগেটের রাজাবাজার এলাকার বাসিন্দা ফয়সাল অভিযোগ করে বাংলানিউজকে বলেন, ‘শত শত ভাসমান মানুষ পার্কে শুয়ে-বসে থাকেন। দেখলে মনে হবে, এটি কোনো আশ্রয়কেন্দ্র। একপাশের অস্থায়ী ঘরগুলোতেই মাদক ব্যবসা আর মাদকসেবীদের আড্ডা চলে। রাত হলে পার্কের আশেপাশে ছিনতাইকারীর আনাগোনাও বেড়ে যায়’।
তিনি বলেন, ‘পার্কটি ছোট হতে পারে। কিন্তু সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হলে সাধারণ মানুষ হাঁটা-চলা করতে ও একটু বসতে পারতেন’।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
পিএম/এএটি/এএসআর