ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ঢাকা: রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে পৃথক সময় এ দুর্ঘটনাগুলো ঘটে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ বাংলানিউজকে জানান, বনানী রেলস্টেশনের উত্তর পাশে রেললাইনে পায়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তি একটি ট্রেনে নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরনে ছিলো কাল-লাল রঙয়ের হাফ প্যান্ট ও সাদা শার্ট।

তিনি আরো জানান, মহাখালী আমতলী রেলগেটের উত্তর পাশে রেললাইনে পায়ে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় একটি ট্রেনে কাটা পড়েন অজ্ঞাতপরিচয় এক নারী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার পরনে ছিলো শাড়ি।

দু'টি মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান পুলিশের ওই এএসআই।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।