ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে কৃষকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
কক্সবাজারে কৃষকের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার: সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের গোলারপাড়া গ্রামে মেজবাহুল হক হাসু (৫২) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ওই কৃষকের নিজ বসতবাড়ির পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

এ বিষয়ে ৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মোস্তাক আহমদ বলেন, নিহত হাসুর সাথে তার চাচাতো ভাই আলী আকবরের জমি সংক্রান্ত বিরোধ ছিল।

বিরোধের জেরে বুধবার রাতে হাসুকে ধাওয়া করেন আকবরসহ কয়েকজন যুবক।  

এ সময় হাসু প্রাণভয়ে বাড়ি থেকে পালিয়ে যান। সকালে ধানক্ষেতে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া বলেন, জমি বিরোধকে কেন্দ্র চাচাতো ভাইয়ের হাতে হাসু খুন হয়েছেন। নিহতের শরীরে মারধরের চিহ্ন রয়েছে। ঘটনা সম্পর্কে আরো কিছু তথ্য জানতে একজন নারীকে আটক করেছি।

নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
টিটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।