ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
দৌলতপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে ওই স্কুলছাত্রীর মামা আবু বক্কর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে সকালে উপজেলার তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশ থেকে তাকে অপহরণ করা হয়।

ওই স্কুলছাত্রী এ বছরের এসএসসি পরীক্ষার্থী।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, সকালে বাড়ি থেকে তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় প্রাইভেট পড়তে যাচ্ছিলো ওই স্কুলছাত্রী। এ সময় উপজেলার কায়ামারী গ্রামের আবুল হোসেনের ছেলে রানা (২০), তার বন্ধু জনিসহ (১৯) ৫/৬ জনের একটি দল তাকে অপহরণ করে নিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অপহৃত পরীক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।