ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উচ্ছ্বাসের জোয়ারে জেসিপিএসসি পুনর্মিলনী

সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
উচ্ছ্বাসের জোয়ারে জেসিপিএসসি পুনর্মিলনী জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী

সিলেট: ‘পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়’। উচ্ছ্বাসের জোয়ারে উদ্ভাসিত হলো কলেজ অঙ্গন।

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ফিরে গেছে তার শৈশবে। সেই কৈশোরে!

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (জেসিপিএসসি) অডিটোরিয়ামে এসে কেক কেটে ২ দিনব্যাপী আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

পরে কলেজ প্রাঙ্গণে বেলুন ও কবুতর উড়িয়ে দিয়ে আয়োজনের সূচনা করেন অর্থমন্ত্রী। এরপর বর্ণাঢ্য র‌্যালিতে যোগ দেন সাবেক শিক্ষার্থীরা।

শুক্র ও শনিবার (২২ ও ২৩ ডিসেম্বর) দুই দিনব্যাপী নানান কর্মসূচিতে পালিত হবে কলেজটির ১৮ বছরের ইতিহাসে প্রথম পুনর্মিলনী। আড়াইহাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন এ আয়োজনে।  

পুনর্মিলনী উপলক্ষে জেসিপিএসসি ক্যাম্পাসে রঙিন আলোর ঝিকিমিকি সাজে ভরিয়ে তোলা হয়েছে।  

অর্থমন্ত্রী বলেন, সিলেটের শিক্ষার উন্নয়নে সেনাবাহিনীর সহযোগিতায় প্রতিষ্ঠিত এ কলেজ অসামান্য অবদান রাখতে।

পুনর্মিলনীর উদযাপন কমিটির সভাপতি ডা. এটিএম রাসেল মিশু ও সে‌ক্রেটা‌রি  ডা. শাকিলুর রহমান জানান, কলেজটির ১৮ বছরের ইতিহাসে সব ব্যাচের শিক্ষার্থীদের মিলন ঘটলো প্রথম। জড়ো হয়েছেন আড়াই হাজারের বেশি শিক্ষার্থী।

জেসিপিএসসি'র প্রথম ব্যাচের শিক্ষার্থী ও রি-ইউনিয়ন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সৈয়দ তানভীর আলম বাংলানিউজকে জানান, প্রথমবারের মতো এ আয়োজনে কলেজ থেকে সব ধরনের সহযোগিতা মিলেছে।

৫ বছর পর পর এমন রি-ইউনিয়ন আয়োজন করা হবে বলে জানান সৈয়দ তানভীর আলম।

আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী কলেজের সহকারী অধ্যাপক লাহিন উদ্দিন বাংলানিউজকে বলেন, শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মুগ্ধ করেছে। পুনর্মিলনী স্বার্থক।

বাংলানিউজকে জেসিপিএসসি’র অধ্যক্ষ লে. কর্নেল ইকবাল উর রহমান সৌরভ বলেন, প্রতিষ্ঠার ১৮ বছরের মধ্যে কখনও রি-ইউনিয়ন হয়নি, এটাই প্রথমবারের আয়োজন। সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান সব শিক্ষক মিলে সফল ভাবে শেষ হচ্ছে।  

২৩ ডিসেম্বর সমাপনীর রাতে সেনাবাহিনীর ১৭ ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল শামীমুজ্জামান থাকবেন।

সারাদেশের ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একাডেমিক দিক দিয়ে প্রথম অবস্থানে সিলেটের এ শিক্ষা প্রতিষ্ঠান। ২০০৪ সালে জেসিপিএসসি সারাদেশের শ্রেষ্ঠ কলেজ এবং রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড অর্জন করেছে বলেও জানান অধ্যক্ষ। গত ৪ বছর ধরে জেসিপিএসসি সিলেট বোর্ডে শীর্ষ স্থানে রয়েছে যোগ করেন লে. কর্নেল ইকবাল উর রহমান।

দুপুরের পর শুরু হবে স্মৃতিচারণ। সাংস্কৃতিক আর বিনোদনের নানা আয়োজনে ভরে থাকবে পুনর্মিলনীর সন্ধ্যা।  

ক্যাম্পাস মাতাতে আসছে ব্যান্ড দল ‘নগর বাউল’-এর লিড ভোকালিস্ট তারকাশিল্পী জেমস। আরও থাকবে ব্যান্ড দল ‘ঐরাবত’। গাইবেন ঐরাবতের লিড ভোকালিস্ট জেসিপিএসপি’র সাবেক শিক্ষার্থী মেহরাব।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।