তিনি বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে শিক্ষকদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। শ্রেণিকক্ষে এমন পরিবেশ সৃষ্টি করা যাবে না যাতে কোমলমতি শিক্ষার্থীরা আতঙ্কিত হয়।
শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আগামী ২৩ ডিসেম্বর নগরীর ময়মনসিংহ জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গভ. ল্যাবরেটরি হাইস্কুলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ওই তিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ডিসি।
এ সময় ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তারসহ বিদ্যালয়গুলোর শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এমএএএম/জেডএস