ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
গুরুদাসপুরে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলায় নিখোঁজের তিনদিন পর খাদিজা খাতুন (০৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে তাদের বাড়ির পেছনের দিঘি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নজরুল ইসলাম ও নাজমা বেগম ওরফে নাজু নামে দুই প্রতিবেশীকে আটক করা হয়েছে।


 
খাদিজা খাতুন উপজেলার বিলশা গ্রামের দিনমজুর মনিরুল ইসলাম ওরফে মধুর মেয়ে। সে বিলশা দাখিল মাদ্রাসার ২য় শ্রেণির ছাত্রী ছিল।
 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় খাদিজা। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শিশুটির চাচা মোর্শেদ আলী গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার দুপুরে তাদের বাড়ির পেছনের দিঘিতে একটি বস্তা ভাসতে দেখতে পান কিবরিয়া নামে এক প্রতিবেশী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে থানায় আনা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

শিশুটির বাবা মনিরুল ইসলাম ওরফে মধু অভিযোগ করে বাংলানিউজকে বলেন, তার শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।