শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ডোঙ্গায় আখ ফেলে অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুগার ক্রপ ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন চলতি মৌসুমে আখ মাড়াই কাজের উদ্বোধন করেন।
মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম তোফাজ্জল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক মনোয়ারুল হক, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বকুল সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, বাংলাদেশ আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাজাহান আলী বাদশা, সফল কৃষাণী নুরুন্নাহার বেগম প্রমুখ।
মিল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে ৬০ হাজার মেট্রিক টন আখ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আখ সরবরাহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তাতে ৪০ দিন মিলটি চালু থাকবে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আরবি/