শনিবার (২৩ ডিসেম্বর) সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত স্কুলছাত্র সালেহ’র চাচা সেলিম মৃধা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী ও বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি এ. কে আজাদ, গণসংহতি আন্দোলনের বরিশাল জেলার সদস্য সচিব হারুন অর রশীদ প্রমুখ।
বক্তারা বলেন, নিহত স্কুলছাত্র সালেহকে পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা হত্যা করেছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের অপরাধ করে সন্ত্রাসীরা বুক ফুলিয়ে হাঁটবে। একমাত্র সন্তানকে হারিয়ে আর কতো মা পথে পথে কান্না করে দিন কাটাবে।
এ সময় বক্তারা নিহত আবু সালেহ’র হত্যার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারে দাবি জানান।
রোববার (১০ ডিসেম্বর) রাতে বরিশালের রুপাতলীর শের-ই-বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে এসএসসি পরীক্ষার্থী আবু সালেহ’র ওপর হামলা চালায় একই এলাকার কলেজ ছাত্র হৃদয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সালেহ বরিশালের রুপাতলী এলাকার শের-ই-বাংলা রোডের মৃধা বাড়ির লিটন মৃধার ছেলে।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএস/আরআইএস/