শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে শহরে বিক্ষোভ করেন তারা। এর আগে টিবি ক্লিনিক মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে সোহেল ওরফে ট্যাবলেট সোহেল নামে এক সন্ত্রাসী টিবি ক্লিনিক মোড়ের টিপুর দোকানে বসে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে এসে প্রতিপক্ষ তিন সন্ত্রাসী সোহেলকে লক্ষ্য করে গুলি করে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দোকানি টিপু সুলতানের বুকে লাগে।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরে নিহত টিপুর প্রতিবেশী ও স্বজনেরা মৃতদেহ নিয়ে শহরে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীদের মধ্যে একজনের কোলে নিহত টিপুর দেড় বছর বয়সের শিশুকেও দেখা যায়।
টিপু সুলতানের সন্তানহারা মা ডালিয়া বেগম বলেন, টিপু কোনো রাজনীতি করতো না, দোকানদারি করে সংসার চালাতো। টিপুর দেড় বছর বয়সী একটি শিশুসন্তান রয়েছে, ওই বাচ্চার এখন কি হবে, ওরে কে দেখবে?
যশোর কোতয়ালি মডেল থানার পরিদর্শক আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, দোকানি হত্যার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে থানায় এখনও মামলা হয়নি।
আরও পড়ুন>>
** যশোরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
এদিকে ঘটনার পরপরই শহরের ষষ্ঠীতলা পাড়ার শিশির ঘোষ ও শুভ নামে দুই সন্ত্রাসীকে দায়ী করে তাদের বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে ট্যাবলেট সোহেলের লোকজন।
সম্প্রতি যশোরে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। গত ২ ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে উপশহর এলাকায় গোলাম কুদ্দুম ভিকু নামে এক এনজিও কর্মকর্তা খুন হন। এর একদিন আগে কালেক্টরেট পার্কে প্রেমিকার সামনেই দৃর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারান রনি হোসেন বাবু।
এর আগে গত ২৮ অক্টোবর সন্ত্রাসীদের গুলিতে নিহত হন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন।
পরপর এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
ইউজি/এমএ