রোববার (২৪ ডিসেম্বর) ভোর তিনটার দিকে জেলার শ্যামপুর মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি রবিউল ইসলাম জানান, শ্যামপুর ও শালিকার মাঠের মধ্যে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই মাঠে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, চারটি হাতবোমা ও তিনটি রামদাসহ ডাকাত রাইহানকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকী ডাকাতরা পালিয়ে যায়।
ওসি রবিউল ইসলাম আরো জানান, রাইহানের বিরুদ্ধে সদর ও গাংনী থানায় চুরি, ডাকাতিসহ অর্ধ ডজন মামলা রয়েছে। রাইহানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুরে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি রবিউল ইসলাম।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এএটি