ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
অনশনে অসুস্থ হয়ে পড়ছেন শিক্ষকরা দাবি আদায়ে শিক্ষকদের অনশন

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন শিক্ষকরা। এ পর্যায়ে ১৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) এ কর্মসূচি শুরু করে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোট। রোববার (২৪ ডিসেম্বর) সকাল থেকে শিক্ষকরা তাদের দাবির পক্ষে  স্লোগান, কবিতা আবৃত্তি করছেন।

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, অনশন করতে গিয়ে আমাদের ১৫ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের দাবি যৌক্তিক। বারবার আশ্বাস দিয়েও দাবি মেনে নেওয়া হচ্ছে না। সুনির্দিষ্ট আশ্বাস না আসা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।