ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দেলদুয়ারে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
দেলদুয়ারে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের ফুলতারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হল-ঢাকা মিরপুর এলাকার বাবুল মিয়ার মেয়ে দোলন (১৫) ও  মো. বুদ্দু মিয়ার মেয়ে স্মৃতি (১৬)। তারা সম্পর্কে চাচাতো বোন।

জেএসসি পরীক্ষা শেষে তারা মায়ের সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিল।

উদ্ধারকারী ফুলতারা গ্রামের মো. হাফেজ মিয়া বাংলানিউজকে জানান, সকাল ১১টায় দুই বোন ফুফুর বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তারা পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা শিশুরা তাদের দু’জনকে তলিয়ে যেতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধারে পুকুরে নামেন। পুকুর ভর্তি কচুরিপানা থাকায় উদ্ধারে কিছুটা দেরি হয়। প্রায় ১৫ মিনিট পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. রিফাত সাবরিনা অন্না জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।