ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বিশিষ্টজনকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বিশিষ্টজনকে সম্মাননা শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে সম্মাননা প্রাপ্তরা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন-এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য, অধ্যাপক আব্দুর নূর, কবি জয়দুল হোসেন, নরেশ চন্দ্র বণিক, সাধন চন্দ্র ভৌমিক।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া (সদর ও বিজয়নগর) -৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে ও আলেয়া জাহান তৃপ্তির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কবি আবু হাসান শাহরিয়ার, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ্, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারসহ প্রমুখ।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস.আর.এম ওসমান গনি সজিব। অনুষ্ঠান শেষে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ২৪ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।