রোববার (২৪ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে সকাল ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন। চলতি বছরের ১০ জুলাই শুরু হয়ে ৩৮তম বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয় ১০ আগস্ট।
৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানিয়েছে পিএসসি সূত্র।
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমএ/