রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে ৪৯ ব্যাটালিয়ন বিজিবির পক্ষ থেকে বিষয়টি অবহিত করা হয়।
এর আগে গত শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোলে অবস্থিত সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে শাড়িসহ পাচারকারীকে আটক করে বিজিবি।
আটক আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দক্ষিণ রূপসী গ্রামের আবু সাঈদের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে অবৈধ প্রক্রিয়ায় ভারতীয় শাড়ির একটি চালান চেকপোস্ট থেকে বেনাপোল বাজারের উদ্দেশে যাচ্ছে। পরে বিজিবি অভিযান চালিয়ে বেনাপোল কাস্টমস হাউজের সামনে থেকে ১২শ’ পিস ভারতীয় শাড়িসহ আরিফুলকে আটক করে।
বেনাপোল সদর ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, আটক আরিফুলের নামে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
জব্দকৃত শাড়ি বেনাপোল কাস্টমস শুল্ক গুদাম শাখায় জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এজেডএইচ/জেডএস