ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
উল্লাপাড়ায় পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল সাথী খাতুন (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী।

রোববার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। সাথী পূর্বদেলুয়া গ্রামের আবেদ আলীর মেয়ে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রিপন বাংলানিউজকে বলেন, রাতে একই উপজেলার হাওড়া গ্রামের মেহেদি হাসানের (কনের মামাতো ভাই) সঙ্গে পূর্বদেলুয়া গ্রামের সাথীর বাল্যবিয়ে হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলেই যাই। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরযাত্রীসহ বর ও কাজী পালিয়ে যান। পরে কনের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।