সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে তারা পবা উপজেলার হারুডাঙ্গা এলাকায় ঢুকে পড়ে।
বিজিবি-১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হারুডাঙ্গা সীমান্তে সীমানা পিলার ভাঙা ছিল। ভুল করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী’র (বিএসএফ) মুর্শিদাবাদের হারুডাঙ্গার ৮৩ ব্যাটালিয়নের তিন সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়ে। এ সময় অনুপ্রবেশের দায়ে ওই তিন বিএসএফ’র সদস্যদের হেফাজতে নেওয়া হয়।
এ নিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক আহবান করা হয়ছে। বৈঠকের পর দুপুরে তাদের ফেরত দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসএস/আরআইএস/জেডএম