ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘জঙ্গিবাদের ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স’ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
‘জঙ্গিবাদের ক্ষেত্রে সরকারের জিরো টলারেন্স’  তেজগাঁও গির্জা পরিদর্শন শেষে কথা বলছিলেন ডিএমপি কমিশনার- ছবি: কাশেম হারুন

ঢাকা: বড়দিন উপলক্ষে রাজধানী জুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।  

সোমবার (২৫ ডিসেম্বর) সকালে তেজগাঁও গির্জা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।  

ডিএমপি কমিশনার বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ক্ষেত্রে সরকার সব সময় জিরো টলারেন্স।

বড়দিন একটি ধর্মীয় উৎসব। বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সম্প্রীতি নষ্টের কোনো সুযোগ নেই। কেউ জঙ্গিবাদ সন্ত্রাসবাদের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।  

কমিশনার আরও বলেন-  ধর্ম যার যার উৎসব সবার। রাষ্ট্রের দায়িত্ব সবাইকে নিরাপত্তা দেওয়া। আমরা নিরাপত্তা দিচ্ছি।  এছাড়া নিরাপত্তার জন্য রাজধানীর সকল গির্জায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সকাল থেকে গির্জায় প্রবেশ করার সময় তল্লাশি করা হচ্ছে। পোশাকধারীদের পাশাপাশি সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি গির্জায় অবস্থান নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭ 
এমএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।