সোমবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন ও মহান বিজয় উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও সত্যের পথ জানাতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, এ আলোচনায় শ্রোতা হয়তো কম হয়েছে। কিন্তু যারা শুনেছেন তারা কম গুরুত্বের নয়। বঙ্গবন্ধুকে হত্যা করে যারা বিচার বন্ধ করতে আইন করেছিলেন, তাদের ভুলে যাওয়া চলবে না। মানুষ অল্পতে ভুলে যায়। তাই বঙ্গবন্ধুর সত্য ইতিহাস সবসময় জানাতে হবে। এখন মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে লেখা হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান মো. মনিরুল হক, বঙ্গবন্ধু পরিষদের প্রচার সম্পাদক মতিউর রহমান লাল্টু প্রমুখ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
কেজেড/এএ