সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে শহরের বিজলী মোড় থেকে এসব উদ্ধার করা হয়। এর মধ্যে ফিস প্লেট, রেললাইন জোড়া লাগানোর নাট, বুশ, ডকপিন, লকসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল রয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বাংলানিউজকে জানান, ভোরে শহরের বিজলী মোড়ে একটি ভ্যান থেকে রেলওয়ে কারখানার চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। এসব মালামালের মধ্যে রয়েছে ফিস প্লেট ২০০ পিস, নাট ২০০ পিস, পিতলের বুশ ২০০ পিস, ডকপিন ১০০ পিস ও লক ১০০ পিস।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান তিনি।
কারখানার অভ্যন্তরে একটি চোরাই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে লোহা চুরি করে বাইরে পাচার করছে বলে একটি সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
টিএ