আবহাওয়া অধিদফতর জানিয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামী তিনদিন রাতের তাপমাত্রা হ্রাস পাবে বলে জানা গেছে। এ সময় উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।
আবহাওয়ার এমন অবস্থায় দেশের উত্তরাঞ্চলে সবচেয়ে কম তাপমাত্রা বিরাজ করছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে কম তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল টেকনাফে, ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ কাওসার পারভীন জানিয়েছেন, আগামী সাতদিন উত্তরাঞ্চল এবং নদী অববাহিকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী এবং দেশের অন্যত্র হাল্কা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সপ্তাহের দৈনিক উজ্জ্বল সূর্যকিরণ থাকবে ৪ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টা। আগামী সপ্তাহের বাষ্পীভবনের দৈনিক গড় ২ থেকে ৩ মিলিমিটার থাকতে পারে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ইইউডি/আরআর