সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে তিনজনকে হস্তান্তর করা হয়।
বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামীম মাসুদ আল ইফতেখার বাংলানিউজকে জানান, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে অস্ত্রসহ আটক তিন বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে।
এ তিন বিএসএফ সদস্য হলেন- মুর্শিদাবাদের হারুডাঙ্গার ৮৩ ব্যাটালিয়নের হরনাম সিং, রাকেশ কুমার ও সন্তোষ কুমার।
পতাকা বৈঠকে নেতৃত্ব দেন বিজিবি-১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আসিফ বুলবুল ও বিএসএফের হারুডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি অমৃত প্রসাদ।
এর আগে, ভোরে ‘ভুল করে’ ওই তিন বিএসএফ সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন। অনুপ্রবেশের দায়ে তাদের পাকড়াও করে হেফাজতে নেন বিজিবি সদস্যরা।
** পবা সীমান্তে তিন বিএসএফ সদস্য আটক
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসএস/আরআইএস/