সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার চরতেরটেকিয়া পূর্বপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মাইজ উদ্দিন উপজেলার চরফরাদি ইউনিয়নের চরতেরটেকিয়া পূর্বপাড়া গ্রামের মো. সিরাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ১৫-২০ দিন আগে মাইজ উদ্দিন ও আয়শা আক্তার রিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তাদের বিবাদ মেটাতে রিয়ার বাবা আকছের মিয়া ও ভাই সোহেল মিয়া সিলেট থেকে বাড়িতে আসেন। এরপর কাজের জন্য মাইজ উদ্দিনের দুবাই যাওয়ার কথা ছিলো। সকালে ঘরে মাইজ উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইজ উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ মাইজ উদ্দিনের স্ত্রী রিয়া, তার শ্বশুর আকছের ও শ্যালক সোহেলকে আটক করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বাংলানিউজকে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এনটি