ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূঞাপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ভূঞাপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ভূঞাপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে টাঙ্গাইলের ভূঞাপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শালদাইর এলাকায় এ ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  

শালদাইর, ছাব্বিশা, ভাদুরীর চর ও সাফলকুড়া গ্রামের যৌথ উদ্যেগে এ  প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলার দুই শতাধিক ঘোড়া অংশ নেয়।

ভূঞাপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।                                          ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোবিন্দাসী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে ঘোড়দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান (ছোট মনির)। এছাড়াও উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার চৌধুরী, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মিঞা, পৌর যুবলীগের সভাপতি মনিরুল ইসলাম বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।