সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার কামারবায়সা গ্রামের বাড়িতে গিয়ে তিনি মুক্তামনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় পুলিশ সুপার মুক্তামনির সাতক্ষীরায় অবস্থানকালীন যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন।
পুলিশ সুপারের সঙ্গে মুক্তামনির বাড়িতে আরও গিয়েছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ প্রমুখ।
দীর্ঘ ছয় মাস চিকিৎসা গ্রহণের পর শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এক মাসের জন্য গ্রামের বাড়িতে আসে মুক্তামনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার যাবতীয় খরচ বহন করছেন।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
টিএ