ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভাড়ার টাকা না দেওয়ায় ভাড়াটিয়াকে হত্যার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
 ভাড়ার টাকা না দেওয়ায় ভাড়াটিয়াকে হত্যার অভিযোগ

ঢাকা: ভাড়া বাবদ নয় হাজার টাকা না পেয়ে রাজধানীর দারুসসালাম এলাকায় ভাড়াটিয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ওই বাসার মালিকের বিরুদ্ধে।

সোমবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে দারুস সালামের সিটি কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব (৪৫) গোপালগঞ্জের মোকসেদপুর এলাকার এনতাজ আলী শেখের ছেলে।

নিহতের স্ত্রীর রাশিদা বেগমের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাড়ির মালিক শাহিনুর আক্তার ময়নাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান জানান, নিহত মোতালেবের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। অভিযোগের ভিত্তিতে বাসার মালিক ময়নাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

আর মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।