মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের সংস্কৃতিক ফাউন্ডেশনের এসি লাহা মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন।
জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অভিজীৎ বসু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর টিএম জাকির হোসেন, প্রফেসর মোজাফ্ফর হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোল্লা জালাল উদ্দিন বলেন, আমি মনে করি না শিক্ষকতা কেবল একটি পেশা, শিক্ষকতা একটি ব্রত। কোনো অবস্থায় শিক্ষকদের মান টাকার বিবেচনায় হয় না। শিক্ষকরা থাকবেন সব লোভ-লালসার ঊর্ধ্বে। শিক্ষকরা টাকার জন্য কোচিং বাণিজ্যসহ কোনো অনৈতিক কাজে জড়াবে না।
তিনি আরও বলেন, শিক্ষকতা মহান পেশা। কারো কারণে যেন তা কলুষিত না হয়। নৈতিকতা শেখানোর জন্য এই সমাবেশ নয়। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা সৃষ্টি আমাদের উদ্দেশ্য। এজন্য আপনাদের কাজ করতে হবে।
সভায় জেলার সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান এবং কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
আরবি/