খ্রিস্টধর্মের উৎসব ‘বড়দিন’ উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ফরিদপুর ব্যাপটিস্ট চার্চে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
কোনো ধর্মই মারামারি বা হানাহানিকে প্রশ্রয় দেয় না উল্লেখ করে মন্ত্রী বলেন, সব ধর্মেই বলা আছে মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। কোনো ধর্মে হানাহানির স্থান নেই। তাই বর্তমান সরকার সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনম আব্দুছ সবুর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভি, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, মন্ত্রীর ছেলে খন্দকার মাশরুর হোসেন মিতু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এইচএ/