ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাবতলী বাস টার্মিনালে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
গাবতলী বাস টার্মিনালে ডিএনসিসির উচ্ছেদ অভিযান গাবতলী টার্মিনাল এলাকায় চলছে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ১০০টি অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়েছে।

এছাড়া অবৈধভাবে স্থাপিত প্রায় ৫০টি শেড ও সিঁড়ি উচ্ছেদ, প্রায় ২০ হাজার বর্গফুট জায়গা অবৈধ দখল থেকে মুক্ত করেছে ডিএনসিসি।

নির্ধারিত জায়গার অতিরিক্ত জায়গা ব্যবহার করার অপরাধে সিটি করপোরেশন আইন অনুসারে ৮টি দোকানের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ডিএনসিসির এ অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
বিজ্ঞপ্তি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।