ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে নাইজেরিয়ান নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
বেনাপোলে নাইজেরিয়ান নাগরিক আটক

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে স্টিভিন ওসাটো নামে এক নাইজেরীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে সীমান্তের তেরঘর নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, বিকেল ওই সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট জব্দ করা হয়েছে। এতে দেখা যায় তিনি বিজনেস ভিসায় নাইজেরিয়া থেকে চলতি মাসের ১২ ডিসেম্বর ভারতের দিল্লি আসেন। পরে তিনি সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম বাংলানিউজকে বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ দিয়ে আটক ওই নাইজেরিয়ানকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এসআরএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।