বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন এই অভিযান পরিচালনা করেন।
মো. আল আমিন বাংলানিউজকে জানান, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, মিষ্টির দোকানে ওজনে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে পিপাসা মিষ্টান্ন ভান্ডারকে চার হাজার, মেসার্স আজমেরী ট্রেডার্সকে তিন হাজার, একতা ট্রেডার্সকে তিন হাজার এবং জনপ্রিয় ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মাধবপুর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসআই