বুধবার (২৭ ডিসেম্বর) খুলনার নৌবাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
খুলনার কমডোর কমান্ডিং কমডোর সামসুল আলম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন- খুলনা নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সেমিনারে সমুদ্র সম্পদের সুরক্ষা ও সঠিক ব্যবহার, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্যে সমুদ্র সম্পদকে কাজে লাগাতে মেরিটাইম শিক্ষাকে শক্তিশালীকরণ ও সমুদ্রপথে সন্ত্রাস দমনে করণীয় বিষয়সমূহের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এছাড়া সেমিনারে ব্লু অর্থনীতির ধারণা উন্নয়ন ও বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জেসমূহ এবং জাহাজ নির্মাণ শিল্পের ভবিষ্যৎ ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।
এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, খুলনা শিপইয়ার্ড, নৌবাহিনী ও কোস্টগার্ডের কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
সেমিনারে বক্তারা বিশাল সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও এ সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সব মেরিটাইম সংস্থাসমূহকে এক সঙ্গে কাজ করার আহবান জানান। পাশাপাশি মেরিটাইম বিশেষজ্ঞরা ব্লু অর্থনীতির উন্নয়নে একটি সমন্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এমআর/আরআইএস/