শনিবার (৬ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়। আটক ফারুক হোসেন মাদারীপুর জেলার শিবচরের কান্দিরপাড় গ্রামের মজিবর রহমান হাওলাদারের ছেলে।
সাতক্ষীরা কাস্টমস বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা বিকাশ বড়ুয়া বাংলানিউজকে বলেন, সকালের দিকে ফারুক হোসেন ভারতে যাওয়ার জন্য ভোমরা কাস্টমসে আসেন। এ সময় তার আচরণে সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। পরে তার শরীর তল্লাশি করে জুতার ভেতরে বিশেষভাবে রাখা ছয়টি স্বর্ণেরবার তা জব্দ করা হয়।
ফারুক হোসেনকে পুলিশে কাছে সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
গত ১ জানুয়ারি একেইভাবে ১৫টি স্বর্ণেরবার ভারতে পাচারকালে ভোমরা বন্দরে দুই যাত্রীকে আটক করা হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
জিপি