ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় জামাইয়ের বটির কোপে শ্বাশুড়ি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
বগুড়ায় জামাইয়ের বটির কোপে শ্বাশুড়ি নিহত

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় জামাইয়ের বটির কোপে চাতাল শ্রমিক শ্বাশুড়ি মরিয়ম বেওয়া (৪৫) নিহত হয়েছেন। তিনি রংপুরের হারাগাছা উপজেলার মিনাজবাজার গ্রামের মৃত মনছের আলীর স্ত্রী।

শনিবার (৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে মরিয়ম বেওয়ার মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

পরে শনিবার সকাল ৯টার দিকে আহত ওই নারীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আনার পথে মারা যান।  

ঘটনার পর থেকে জামাই শফিকুল ইসলাম পলাতক রয়েছে। নিহতের মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রামের উলিপুরের পড়ান্তপুর গ্রামের বাসিন্দা জামাই শফিকুল ইসলাম। তিনি, তার স্ত্রী ও শ্বাশুড়ি আদমদীঘি উপজেলার দহরপুর জনৈক আনন্দ বাবুর চাতালে শ্রমিকের কাজ করতেন।

শুক্রবার রাতে পারিবারিক কলহের জের ধরে জামাই-শ্বাশুড়ির মধ্যে ঝগড়া শুরু হয়। এরই এক পর্যায়ে জামাই শ্বাশুড়ির মাথায় ধারালো বটি দিয়ে আঘাত করেন। এতে শ্বাশুড়ি মরিয়ম বেওয়া গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে আনার পথে মারা যান।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এমবিএইচ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।