শনিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুদ আশুলিয়ার গোরাট এলাকার রাহির ছেলে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ হোসেন বাংলানিউজকে জানান, গত ৩১ ডিসেম্বর দুপুরে আবু তাহের নামে এক ব্যক্তি বাগানে বাঁশ কাটতে যায়। পরে ইয়াসুফ তার লোকজন নিয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশী অস্ত্র দিয়ে তাহেরকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবার একটি হত্যা মামলা দায়ের করে।
এরপর থেকে ইয়াসুফ, মাসুদ, মোশারফ, বক্কর পালিয়েছিলেন। প্রযুক্তির সহযোগিতায় মোহাম্মদপুরে মাসুদের অবস্থান নিশ্চিত হলে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এসআই মাসুদ।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এএটি