ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’র মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে তিন দফা দাবিতে ‘হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ জানুয়ারি) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

এতে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

‘ফসল রক্ষা বাঁধের কাজ অবিলম্বে শুরু করতে হবে, বাঁধ নিমার্ণ কাজ তদারকিতে সেনাবাহিনীকে অন্তর্ভূক্ত করতে হবে ও দুর্নীতিতে অভিযুক্ত ব্যক্তিদের পিআইসিতে রাখা যাবে না, এই তিন দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি হোসেন তৌফিক চৌধুরী, হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সভাপতি বজলুল মজিদ চৌধুরী খসরু, সহ সভাপতি মুক্তিযোদ্ধো আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।