অবরোধ চলাকালে শনিবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের চেঙ্গীব্রিজ এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তিন রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়া খাগড়াছড়ি-পানছড়ি সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে পিকেটাররা।
এদিকে পুলিশি নিরাপত্তায় ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচগুলো শহরে প্রবেশ করেছে। আর সাজেকগামী পর্যটকবাহী পরিবহনগুলোতেও নিরাপত্তা দেয়া হচ্ছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও টহলে রয়েছে।
অবরোধের কারণে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। যানবাহন চলাচল না করায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে বেলা বাড়ার সঙ্গে শহর কেন্দ্রিক পরিবহনের সংখ্যা বাড়ছে।
বুধবার (৩ জানুয়ারি) দুপুরে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’র অন্যতম সংগঠক মিঠুন চাকমাকে খাগড়াছড়ি শহরের স্লুইচ গেট এলাকায় গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
আরবি/