ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশ সপ্তাহে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
পুলিশ সপ্তাহে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক  সংবাদ সম্মেলনে আইজিপি শহীদুল হক-ছবি-দেলোয়ার হোসেন বাদল

ঢাকা: পুলিশ সপ্তাহে প্রতি বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং সচিবদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক হয়। কিন্তু এবার প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ সদর দফতরে ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আগামী ৮ জানুয়ারি থেকে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইজিপি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে পুলিশের অনেক ইস্যু থাকে। এজন্য এবার অর্থ, পূর্ত, আইন, পরিকল্পনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সচিবরা পুলিশ সপ্তাহে আসার সম্মতি জানিয়েছেন। তাদের সঙ্গে আয়োজিত সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে।

পুলিশ সপ্তাহের উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী বার্ষিক প্যারেড পরিদর্শন করবেন। এরপর নবনির্মিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম উদ্বোধন করবেন। তিনি পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) স্টল পরিদর্শন করবেন।

এবারই প্রথমবারের মতো পুলিশ সপ্তাহের প্রথমদিন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধনমন্ত্রী ভাষণ দেবেন। এছাড়া, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশ কর্মকর্তাদের সম্মেলন, অন্য মন্ত্রীদের সঙ্গে পুলিশের সম্মেলন থাকবে।

তৃতীয় দিন রয়েছে ঊর্ধ্বতন অফিসারদের উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ, পুরস্কার বিতরণ, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের সঙ্গে কর্মরতদের পুনর্মিলনী।

চতুর্থ দিনে থাকছে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে আইজিপির সম্মেলন এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা।

১২ জানুয়ারি আইন-শৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভার মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০১৮ এর সমাপনী ঘোষণা করা হবে বলেও জানান আইজিপি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
পিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।