শনিবার (০৬ জানুয়ারি) সৈয়দপুরের সর্বনিন্ম তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার (০৫ জানুয়ারি) ছিলো ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, শীত আরো বাড়বে বলে জানিয়েছেন সৈয়দপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান।
সরেজমিনে দেখা যায়, প্রচণ্ড কুয়াশার কারণে সৈয়দপুর-ঢাকা মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। রেলস্টেশন থেকে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে দেরিতে ছেড়ে যাচ্ছে। বিমানবন্দরেও যাত্রবাহী বিমানগুলো বিলম্বে অবতরণ ও উড্ডয়ন করছে। এদিকে, শীতজনিত রোগে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এ পর্যন্ত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ডায়রিয়া, নিমোনিয়াসহ শীতজনিত রোগে ২৫ জন রোগী ভর্তি হয়েছেন।
উপজেলার খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী ও কামারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান বাংলানিউজকে জানান, প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে এলাকার মানুষ। চাহিদামতো শীতবস্ত্র না পাওয়ায় বিতরণে সমস্যা দেখা দিয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ বাংলানিউজকে জানান, উপজেলার পাঁচটি ইউনিয়নে এ পর্যন্ত তিন হাজার ১০০ কম্বল বিতরণ করা হয়েছে। আরো বরাদ্দ চাওয়া হয়েছে কর্তৃপক্ষের কাছে।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এনটি