তিনি বলেন, গত ১০ বছরে সড়ক দুর্ঘটনার হার অনেক কমেছে। ২০১১ সালের বিশ্বব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনেসেফের ১৯০ দেশের ওপর করা জরিপে বাংলাদেশের অবস্থান ৯০তম।
শনিবার (০৬ জানুয়ারি) রাজধানীর গুলিস্থানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন অায়োজিত 'দ্বি-বার্ষিক সাধারণ সভায়' নৌমন্ত্রী এ মন্তব্য করেন।
দক্ষ চালক তৈরির প্রয়োজনীতা উল্লেখ করে এ শ্রমিক নেতা বলেন, অামাদের সড়ক দুর্ঘটনা অারো কমাতে হবে। এর জন্য দক্ষ চালক দরকার। কিন্তু অামাদের দুর্ভাগ্য দক্ষ চালক তৈরির প্রতিষ্ঠান অামরা তৈরি করতে পারিনি। অামাদের এখনও ২০ হাজার চালকের ঘাটতি রয়েছে।
যাত্রীদের প্রতি ভালো ব্যবহারের অাহ্বান জানিয়ে তিনি বলেন, অাপনারা মনে রাখবেন, অামরা সেবামূলক কাজে জড়িত। অামরা সেবক। আপনারা দক্ষতা ও বিচক্ষণতা সঙ্গে গাড়ি চালাবেন। অাপনাদের একটা ভুলে মানুষের প্রাণ যেতে পারে। অার যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কারণ, যাত্রীরা অামাদের লক্ষ্মী। তারা না হলে রুটি-রুজি অাসবে না।
ট্রেড ইউনিয়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে শাজাহান খান বলেন, শিল্প প্রতিষ্ঠান, কারখানায় ট্রেড ইউনিয়নের গুরুত্ব অনেক। শ্রমিকদের কথা বলার জায়গা থাকা দরকার। ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্বার্থরক্ষা করে। এসময় শ্রমিকদের অাগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে অারো শক্তিশালী করার অাহ্বান জানান তিনি।
বিএনপির সংলাপের বিষয়ে তিনি বলেন, বিএনপির সংলাপের অাওয়াজ করলে জনগণ ভয় পায়। কারণ, এর অাগে তারা সংলাপের কথা বলে গাড়ি পোড়ানো, মানুষ পোড়ানো শুরু করেছিলো। অাবারো সংলাপের কথা বলা শুরু করেছে। অামরা বলতে চাই যতোদিন বাংলাদেশ থাকবে, ততদিন শ্রমিকরা অাপনাদের মানুষ পুড়িয়ে মারার কথা ভু্লবে না।
সম্মেলনে ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নেরর পক্ষে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরা হয়।
প্রস্তাবগুলো হলো- ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানে হালকা যানবাহনের স্থায়ী স্ট্যান্ড দিতে হবে, শিশু শ্রমিকদের প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা, চালকদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা, শারীরিক সুস্থ ও সক্ষম চালকদের সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স দেওয়া এবং শিল্প ও শ্রমিকদের নিরাপত্তা বিধানে অন্যান্য পেশার সংগঠিত শক্তিকে সঙ্গে নিয়ে সামাজিক অান্দোলন গড়ে তুলতে হবে।
ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি অালতাফ হোসেনের সভাপত্বিতে সভায় আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান অালী, সহ-সভাপতি সাদিকুর রহমান হিরু, অায়োজক সংগঠকের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
এমসি/ওএইচ/